ইরানের পর সিরিয়াতেও বিমান হামলা চালালো ইসরায়েল

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সিরিয়াতেও বিমান হামলা চালালো ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) ভোরেই সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সানার প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েল-অধিকৃত গোলান হাইটস ও লেবানিজ অঞ্চলের দিক থেকে’ ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

এর আগে, শনিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছিল সানা।

কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান জোরদার করেছে দেশটি।

চলতি মাসের শুরুতে ইসরায়েলে ইরানি হামলার জবাবে, শনিবার প্রতিশোধমূলকভাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানি সংবাদমাধ্যমগুলোও একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

১ অক্টোবরের ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে বছর পুরোনো গাজা যুদ্ধ, লেবাননের রাজধানী বৈরুতে ইরান ও মার্কিন সম্মিলতি বিমান হামলা ও স্থল অভিযান এবং গত মাস থেকে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের তীব্র আক্রমণ একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।