তেল আবিবে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় নিহত ৭

ইসরায়েলের তেল আবিবে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন।। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঠিক আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে দেশটিতে এই ঘটনা ঘটেছে। তেল আবিবের ইচিলভ হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই খবর জানিয়েছে।

একে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন ইসরায়েলি পুলিশের মুখপাত্রের একটি ইউনিট। অভিযুক্ত হামলাকারীদের দুজনই নিহত হয়েছে।

সন্দেহভাজন দুই সন্ত্রাসী ইরুশালাইম স্ট্রিটে হেঁটে হেঁটে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড শুরু করে। এসময় মিউনিসিপল সিকিউরিটি পেট্রোল ও পথচারীদের হাতে সন্দেহভাজনরা নিহত হয়।

পুলিশ বাহিনীর একটি বড় দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সেখানে আরও কোনও প্রকার হুমকি রয়েছে কি-না তল্লাশি চালাচ্ছে তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে।

অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা। তবে ‘বেশ কয়েকটি ভূখণ্ডে পতিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি মুল্যায়ন করা হচ্ছে’ বলেও জানান তিনি।