জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ৩ ইসরায়েলি নিহত

জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ৩ বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (৮ সেপ্টেম্বর) অ্যালেনবি ব্রিজ সীমান্তের কাছে এই ঘটনা ঘটেছে। এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘এক সন্ত্রাসী ট্রাকে করে জর্ডান থেকে অ্যালেনবি ব্রিজের কাছে এসেছিল। ট্রাক থেকে নেমে সেতুতে কর্মরত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে।’

এতে আরও বলা হয়, ‘সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি বেসামরিককে মৃত ঘোষণা করা হয়েছে।’

প্রতিবেদনে, হামলাকারী পরিচয় প্রকাশ করা হয়নি। এই হামলার পেছনে উদ্দেশ্য কী তা জানা যায়নি। 

বর্ডার ক্রসিংটি কিং হোসেন ব্রিজ নামেও পরিচিত। এটি মৃত সাগরের উত্তরে আম্মান ও জেরুজালেমের মাঝখানে অবস্থিত।