শুজাইয়াতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী

গাজা শহরের পূর্বে শুজাইয়া এলাকায় অভিযান জোরদার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, সেখানে একই সঙ্গে স্থল ও বিমান অভিযান চলছে। শনিবার (২৯ জুন) এক বিবৃতি ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গত ৩ দিনে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে নির্মূল করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শুজাইয়া এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই এলাকার সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে তাদের বিমান বাহিনী।

এর আগে, সাধারণ জনগণকে অবিলম্বে শুজাইয়া এলাকা ছেড়ে সালাহ আল-দিন রাস্তা ধরে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকার একটি বিতরণ পয়েন্টে পানির পাত্র ভরার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলি বাহিনী। তাদের বিমান হামলায় আল-গাজি পরিবারের এক শিশুসহ ৪ জন নিহত হয়।

এদিকে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, শুজাইয়াতে ইসরায়েলের নতুন হামলায় কমপক্ষে ৬০ হাজার এলাকাবাসী বাস্তুচ্যুত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৭ হাজার ৮৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।