ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) সকাল টায় ভোটগ্রহণ শুরু হবে। আর তা শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে ভোটারের উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বাড়ানো হতে পারে। গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাই নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ৪ জন। এর মধ্যে তিনজন কট্টরপন্থি এবং একজন তুলনামূলক মধ্যপন্থি। তবে তাদের সবাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি অনুগত।

নির্বাচনের ফলাফলে ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার কোনও সম্ভাবনা নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন, এবারের ভোটের ফল দেশটির সাড়ে তিন দশক ধরে ক্ষমতায় থাকা নেতা খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে।

দেশটির ‘সর্বোচ্চ সংখ্যক’ ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খামেনি। গত চার বছরে দেশটিতে বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমে গেছে।

ভোটহগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর যদি দেখা যায়, কোনও প্রার্থীই শূন্য ভোটসহ কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জিততে পারেনি, তবে ফল ঘোষণার প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রান-অফ রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে।