গাজা পরিচালনায় হামাসের বিকল্প খুঁজছে ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার কোনও পর্যায়ে হামাসের শাসন মেনে নেবে না ইসরায়েলে। গাজা পরিচালনায় ইসলামি গোষ্ঠীটির বিকল্প পর্যালোচনা করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। রবিবার (২ জুন) তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইয়োভ গ্যালান্ট বলেছেন, আমরা যখন আমাদের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ অব্যাহত রাখব তখন প্রতিরক্ষা কাঠামো গাজা পরিচালনায় হামাসের বিকল্প পর্যালোচনা করে দেখবে।

তিনি বলেছেন, গাজায় আমরা কিছু এলাকা বিচ্ছিন্ন করব। ওই এলাকা থেকে হামাস যোদ্ধাদের বিতাড়িত করব। হামাসের হুমকি হয়ে ওঠে এবং বিকল্প সরকার ব্যবস্থা সক্রিয় করার মতো শক্তিকে সামনে আনব।  

ইসরায়েলি মন্ত্রী অবশ্য সম্ভাব্য বিকল্প সম্পর্কে বিশদ বলেননি। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান হামাসের সম্ভাব্য বিকল্প কর্তৃপক্ষ ও জিম্মিদের ফিরিয়ে আনার সুযোগ করে দেবে।

তিনি আরও বলেছেন, যুদ্ধ বন্ধের কোনও পর্যায়ে আমরা গাজার শাসক গোষ্ঠী হিসেবে হামাসকে মেনে নেব না।