ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার থেকে প্রাণের কোনও চিহ্ন পাওয়া  যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সোমবার (২০ মে) এ খবর জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

অবশ্য এখন পর্যন্ত ইরানি সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি একটি খাড়া উপত্যকার অপর প্রান্তে অবস্থিত। 

এর আগে, ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ জানান, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তবে পরিস্থিতি ভালো নয়। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি।

পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন-