যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটির এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি তিনি জীবিত না ফেরেন তবে কী হবে ইরানে, সেই প্রশ্নও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করতে শুরু করেছে। দুইটি ধাপে রাষ্ট্রটি পরিচালিত হবে বলেও জানা গেছে।

ইরানের সংবিধানের বরাত দিয়ে সিএনএন বলছে, রাষ্ট্রপতির মৃত্যুর ক্ষেত্রে, প্রথমে দেশটির ভাইস-প্রেসিডেন্ট দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি গ্রহণ করবেন। সেক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেলে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন সাপেক্ষে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার দায়িত্ব গ্রহণ করতে পারেন।

ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ৫০ দিনের মধ্যে একটি নতুন নেতা নির্বাচনের জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করার বাধ্যবাধকতাও আছে দেশটির সংবিধানে।

তেহরানভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, অনাকাঙিক্ষত কোনও কারণে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে না পারলে ইরানকে দেশটির রাজনৈতিক ব্যবস্থায় একটি ‘ধাক্কায়’ পড়তে পারে।

আরও পড়ুন:

রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া

যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া

বিধ্বস্ত হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে: ইরানি টেলিভিশন

ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ

রাইসির জন্য খামেনির প্রার্থনা

ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান