‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ ইরানের পেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানকে নিয়ে দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটির ঘটনাস্থলে এখনও পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। রবিবার (১৯ মে) রাতে ইরান সরকারের এক মুখপাত্র একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মুখপাত্র আলি বাহাদোরি জাহরোমি বলেছেন, প্রতিকূল আবহাওয়া ও জটিল পরিস্থিতির মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কোনও হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন উদ্ধার কাজে জড়িত এক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, প্রেসিডেন্ট রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের নির্দিষ্ট ঘটনাস্থল এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
HAPPENING NOW: Iranian rescue teams are currently searching for the helicopter carrying President Ebrahim Raisi which reportedly crashed on Sunday.
— Collin Rugg (@CollinRugg) May 19, 2024
The teams could be seen searching through thick fog on mountain roads and hillsides.
Iranian state media is currently calling on… pic.twitter.com/l3wGTnsnbv
ইরানের ৬ষ্ঠ বিমান ঘাঁটির কমান্ডার বলেছেন, তাবরিজ বিমান ঘাঁটিতে হেলিকপ্টারগুলো ফিরে এসেছে। এগুলোকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছিল। দুর্ভাগ্যবশত প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার দিয়ে উদ্ধারের পরিকল্পনা কাজে আসেনি।
কর্মকর্তারা বলছেন, উদ্ধারকর্মীরা ঘন কুয়াশা ও তীব্র শীতের মুখে পড়েছেন। কারণ সেখানে এখন রাত নেমে এসেছে।
ইরানের টেলিভিশনে হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্ঘটনার এলাকায় ৬৫টি টিম কাজ করছে।
হেলিকপ্টারটির সন্ধান না পেলেও এতে থাকা এক যাত্রী ও একজন ক্রু সদস্যের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের এক ডেপুটি মহসেন মানসৌরি এর আগে বলেছিলেন, রাইসির হেলিকপ্টারে থাকা এক কর্মকর্তা ও ফ্লাইটটির একজন ক্রু দুর্ঘটনার পর যোগাযোগ করেছেন।
তিনি বলেছেন, এই পর্যায়ে এটি ছিল একটি আশাবাদী ঘটনা। এটি প্রমাণ করছে দুর্ঘটনা গুরুতর নয়। কারণ এতে থাকা দুই ব্যক্তি একাধিকবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন:
বিধ্বস্ত হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে: ইরানি টেলিভিশন
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান