ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রবিবার (১৯ মে) দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পরিবারের সদস্যদের এক বৈঠকে এই উদ্বেগ জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
খামেনি বলেছেন, আমরা আশা করছি আল্লাহ আমাদের প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন।
তিনি বলেছেন, এই বেসামরিকদের সুস্বাস্থ্যের জন্য সবার প্রার্থনা করা উচিত। ইরানি জাতির উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া উচিত না। দেশের কাজে কোনও বিঘ্ন হবে না।
ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনার পর থেকে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটির সন্ধান পাননি। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফর সঙ্গীদের অবস্থা সম্পর্কে সুনিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।