কপ-২৮ সম্মেলন: শুরুর দিনেই জলবায়ু বিপর্যয় তহবিল গঠন

কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-২৮ সম্মেলনের শুরুর দিনেই জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করেছেন প্রতিনিধিরা। দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করাকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপের ২৮তম সম্মেলন। ১৩ দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দরিদ্র দেশের জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কপ-২৮ এর প্রেসিডেন্ট সুলতান আল-জাবের বলেন, দুবাইয়ের এই পদক্ষেপ বিশ্বের কাছে একটি ইতিবাচক সংকেত।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ ব্যাপী কপ-২৮ সম্মেলনের প্রথম দিনেই জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তহবিলে সরকারদের অনুদান দেওয়ার দ্বার খুলে দিয়েছেন প্রতিনিধিরা।

জলবায়ু বিপর্যয় তহবিলে কোন দেশ কী পরিমাণ অনুদান দিবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে আশা করা হচ্ছে, ছোট ছোট অনুদানেই এক সময় অনেক বড় তহবিল গড়ে উঠবে। ইতোমধ্যে বেশ কিছু দেশ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের মধ্যে কপ-২৮ সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত এক হাজার লাখ ডলার, জার্মানি এক হাজার লাখ ডলার, ব্রিটেন কমপক্ষে ৫১০ লাখ ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৫ লাখ ডলার এবং জাপান ১০০ লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কিন্তু অনেকেই এই তহবিল নিয়ে সতর্কতা জারি করে বলেছেন, এখনও অনেক বিষয় অমিমাংসিত রয়েছে। তাছাড়া ভবিষ্যতে এই তহবিল কীভাবে অর্থায়ন করা হবে তাও পরিষ্কার না।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী রাজনৈতিক কৌশলের প্রধান হারজিত সিং বলেন, জলবায়ু সংকট তৈরি করেছে ধনী দেশগুলো তাই আর্থিক সাহায্য করার দায়িত্বও তাদের।