গাজা যুদ্ধ ইসরায়েলের জন্য ‘মরো অথবা মারো’: সেনাদের নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাদের বলেছেন, গাজা যুদ্ধ ইসরায়েলের জন্য ‘মরো অথবা মারো’। রবিবার লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় এই মন্তব্য করেছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু সেনাদের বলেছেন, আমি জানি আপনারা বন্ধুদের হারিয়েছেন। এটি খুব কঠিন বিষয়, কিন্তু আমরা আমাদের জীবনের জন্য লড়াই করছি, আমাদের বাড়ির জন্য লড়াই করছি। এটি বাড়িয়ে বলা নয়, এটি অতিরঞ্জিত করা হয়। এই যুদ্ধ মরো অথবা মারো, এবং তাদের হত্যা করা উচিত।

লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় ইরানপন্থি গোষ্ঠীকে সতর্ক করেছেন নেতানিয়াহু। ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধের কথা ইঙ্গিত করে তিনি বলেছেন, হিজবুল্লাহ যদি যুদ্ধে জড়ায় তা দ্বিতীয় লেবানন যুদ্ধ হবে। তারা সবচেয়ে বড় ভুল করবে। আমরা তাদের এত শক্তি নিয়ে আঘাত করব যে তারা তা কল্পনাও করতে পারবে না। লেবাননের পরিস্থিতি হবে বিপর্যয়কর।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী সেনাদের আরও বলেছেন, হিজবুল্লাহ  যুদ্ধে পুরোপুরি জড়ানোর সিদ্ধান্ত নেবে কিনা তা তিনি বলতে পারছেন না।