হামাসের হাতে জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিলো ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মিদের নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ)। শুক্রবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করে বাহিনীটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইডিএফ জানিয়েছে, গাজায় উপত্যকায় প্রায় ২০০ জনকে জিম্মি করে রেখেছে হামাস। জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের পাশাপাশি বিদেশি নাগরিকও রয়েছেন।

আইডিএফ বলেছে, এদের মধ্যে ২০ জনের বেশি শিশু রয়েছে। যাদের বয়স ১৮ বছরের কম। ১০ থেকে ২০ জনের বয়স ৬০ বছরের বেশি। জিম্মিদের বেশিরভাগ জীবিত রয়েছেন।

৭ অক্টোবর হামলা চালিয়ে হামাস যোদ্ধারা কয়েকটি মরদেহকেও জিম্মি করেছে বলে আইডিএফের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ১০০টি আভিযানিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

হামাসের নজিরবিহীন হামলার জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি হামলায় প্রায় ৪ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। এদের প্রায় অর্ধেক শিশু ও নারী।