ইরানি মুদ্রার রেকর্ড দরপতন, ‘শত্রুদের’ দুষছে তেহরান

নানা কারণে বেশ কিছুদিন থেকেই অস্থিতিশীল ইরানি মুদ্রা রিয়াল। এরমধ্যেই শনিবার (২১ জানুয়ারি) ডলারের বিপরীতে রিয়ালের মান কমেছে রেকর্ড পরিমাণে। বৈদেশিক বিনিময় সাইট বনবাস্ট ডটকম জানিয়েছে, শনিবার অনানুষ্ঠানিক বাজারে এক ডলারের বিনিময় মূল্য ছিল চার লাখ ৪৭ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এটি ছিল চার লাখ ৩০ হাজার ৫০০ রিয়াল।

এমন পরিস্থিতির জন্য অবশ্য ‘শত্রুদের’ দুষছে ইরান। শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন দাবি করেন, তেহরানকে অস্থিতিশীল করতে শত্রুদের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে এমন দরপতনের ঘটনা ঘটেছে।

মুদ্রাস্ফীতি ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় দেশটির নাগরিকরা সঞ্চিত মুদ্রা দিয়ে ডলার অথবা স্বর্ণের মতো মূল্যবান ধাতব বস্তু কিনে রাখছেন।

ইরানের বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রিয়ালের দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নানা বিধিনিষেধকে রিয়ালের দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে চতুর্থ দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে ২২ বছরের কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুতে দেশব্যাপী আন্দোলনের পর রিয়ালের মুদ্রামান ২৯ শতাংশ কমে যায়। পারমাণবিক আলোচনায় তেহরানের অনীহা এবং বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণের ফলে ইইউ-এর সঙ্গে তেহরানের সম্পর্ক আরও শীতল হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। রাশিয়াকে ড্রোন সরবরাহ এবং বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণের দায়ে ইরানের বিপ্লবী গার্ডকে জঙ্গিগোষ্ঠী ঘোষণার কথা বলেছে ইউরোপীয় পার্লামেন্ট।