বারাসাত বিদ্রোহের নায়ক তিতুমীরের বংশধরকে মারধর

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া নারকেলবাড়িয়া এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা শহীদ তিতুমীরের বংশধর সৈয়দ মীর মদত আলিকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। সোমবার সকালে এই হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, সকালে মোটরবাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রবীণ সৈয়দ মীর মদত আলি। এমন সময় পিছন থেকে এক ভারসাম্যহীন ব্যক্তি তাকে লোহার রড দিয়ে আক্রমণ করে। এলোপাতাড়ি আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে যান তিতুমীরের এই বংশধর। 

অলঙ্করণ: ছাড়পত্র ডট কম

স্থানীয়রা ওই হামলাকারীকে আটক করে বাদুড়িয়া থানার পুলিশের হাতে সোপর্দ করেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন দাদু। হঠাৎ ওই মানসিক ভারসাম্যহীন লোকটি তাকে রড দিয়ে মারতে শুরু করে। কেন মারল তা আমরা জানি না। তবে ওই ব্যক্তি সম্পর্কে এলাকার সবাই জানে যে তার মানসিক সমস্যা আছে। 

উল্লেখ্য, মীর নিসার আলী তিতুমীর ১৮৩১ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বারাসত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বাঁশের কেল্লা নামে পরিচিত তার প্রতিরোধ ঘাঁটি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে আছে।