২০ নাবালক ও এক বাংলাদেশি নারীকে ফেরত পাঠালো ভারত

পশ্চিমবঙ্গের কারাগারে বন্দি ২০ জন নাবালক ছেলে-মেয়ে এবং একজন নারীসহ মোট ২১ বাংলাদেশি নাগরিককে বুধবার ফেরত পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এমনটিই জানা গেছে।

সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ভ্রমণ অনুমতিপত্র জারি করার পর ৩ মার্চ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়। বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস থেকে ‘ভারত ত্যাগের নোটিশ’ ১২ মার্চ দেওয়া হয় এবং একই দিনে যশোরের বেনাপোল রোড চেকপোস্টের ওসি ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করা হয়।

একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ সরকারের শিশু অধিকার ও পাচার রোধ শাখা দ্বারা গ্রহণ করা হয়েছে।

ভারতের সীমান্ত স্থলবন্দর পেট্রাপোলের আইসিপির একজন কর্মকর্তা বলেন, বুধবার উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে, আইসিপি হরিদাসপুর/পেট্রাপোলের মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

৩০ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বিদেশি আইনের অধীনে দোষী সাব্যস্ত হওয়ার পর এবং সম্পূর্ণ সাজা ভোগ করার পর বিভিন্ন সংশোধনাগারে আটক অবৈধ অভিবাসীদের সংখ্যা সম্পর্কে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশ দেওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো।

কারাগারের তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গের জেলে আটক বাংলাদেশি আসামির সংখ্যা কমে ১৭৯ জনে দাঁড়িয়েছে (২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত)। ২০১১ সালে সাজা শেষ হওয়ার পর প্রত্যাবাসনের অপেক্ষায় ৪৯৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। ফেরত যাওয়া বাংলাদেশিরা খুলনা, বাগেরহাট, ফরিদপুর, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা।