ভারী বৃষ্টিতে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে ১০ জনের মৃত্যু

টানা দ্বিতীয় দিনের ভারী বৃষ্টিপাতের ফলে তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি এলাকায় বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) তেলেঙ্গানার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার নদীগুলো বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাতীয় ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী হাজার হাজার মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়েছে।

এখন পর্যন্ত শতাধিক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া রেল লাইনে জলাবদ্ধতার কারণে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে চলাচলকারী কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

হায়দ্রাবাদের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায়, সোমবার স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। দুই রাজ্যের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে সোমবার রাজ্য দুটিতে আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গে কথা বলে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বন্যা কবলিত এলাকায় অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এ রেভান্থ রেড্ডি। জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।