ভারতের উত্তর প্রদেশে ১৩ মাসে ৯ নারী খুন

ভারতের উত্তরপ্রদেশের বেরেলির একটি গ্রামীণ এলাকায় সিরিয়াল কিলারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ এই এলাকায় গত ১৩ মাসে ৯ নারীকে একই রকমভাবে খুন করা হয়েছে। সবশেষ খুনের ঘটনা প্রকাশ হওয়ার পর, বুধবার (৭ আগস্ট) উত্তর প্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন,‘আমাদের তদন্ত দল গত ছয় মাস ধরেই ঘটনা উদঘাটনের চেষ্টা করছে।’ ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার শিকার হওয়া নারীদের বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের সবাইকেই নিজেদের পরনে থাকা শাড়ি দিয়েই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বেরেলির এসএসপি অনুরাগ আর্য জানিয়েছেন, ‘হত্যার আলামত খুবই স্পষ্ট। সবাইকেই বিকেল বা সন্ধ্যায় আখ ক্ষেতে খুন করে ফেলে রেখে দেওয়া হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো-কাউকেই যৌন নির্যাতন বা ধর্ষণের চেষ্টা করা হয়নি।’

ওই গ্রামের ২৫ কিলোমিটার এলাকার মধ্যে দুটি পুলিশ স্টেশন রয়েছে। তারপরও একের পর এক নারী কীভাবে খুন হলেন, তা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন, ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সন্দেহভাজন তিনজনের স্কেচ প্রকাশ করেছে।

তিনি আরও বলেছেন, আমাদের দল ছয় মাস ধরে এই মামলার তদন্ত করছে এবং হত্যাকাণ্ডের প্রায় অভিন্ন পদ্ধতির কারণে সিরিয়াল কিলারের সম্ভাবনাকে অস্বীকার করেনি।’