ভারতে বিধানসভা উপনির্বাচনেও ধাক্কা খেলো বিজেপি

ভারতের সাত রাজ্যের ১৩টি বিধানসভা উপনির্বাচনেও ধাক্কা খেলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উপনির্বাচনে এরই মধ্যে দুইটি আসন জয় ছিনিয়ে নিয়েছে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। এগিয়ে রয়েছে আরও অন্তত ৮টিতে। শনিবার (১৩ জুলাই) সকাল থেকেই চলছে ভোট গণনা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রাথমিক ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র- রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলার উপনির্বাচনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস। ২০২১ এর উপনির্বাচনে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি।

হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হোশিয়ার সিংহের তুলনায় সাত হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। নালাগড়েও এগিয়ে কংগ্রেস।  তবে হামিরপুর বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আশিস শর্মা।

উত্তরাখণ্ডের দু’টি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। পঞ্জাবে একটি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় কংগ্রেসের ধীরেন শাহ ইনভাতি ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

বিহারের একটি আসনে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউর প্রার্থী জেডিইউ এর কালাধর প্রসাদ মন্ডল।  

গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।