ভারতের সুরাটে ভবন ধসে নিহত ৭

ভারতের গুজরাটের সুরাটে ভারী বৃষ্টির মধ্যে একটি ছয়তলা ভবন ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। রবিবার সকাল পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

শচীন পালি গ্রামে ৩০-অ্যাপার্টমেন্টের আবাসিক ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। মাত্র পাঁচটি ফ্ল্যাট ছাড়া প্রায় পুরো ভবনটিই খালি ছিল।

দমকল বাহিনীর প্রধান বসন্ত পারেক বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘রাতভর তল্লাশি অভিযান অব্যাহত ছিল। ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

রবিবার সকাল ৬টায় সপ্তম মৃতদেহটি উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়।

২০১৭ সালে নির্মিত ভবনটি ধসে পড়ার সময় পাঁচটি পরিবার এর ভিতরে ছিল। পুলিশের মতে, এটি ধসে পড়ার সময় বেশ কয়েকজন বাসিন্দা কর্মস্থলে ছিলেন।

সুরাটের পুলিশ কমিশনার অনুপম গেহলট জানিয়েছেন, ‘প্রায় পাঁচটি ফ্ল্যাটে বাসিন্দারা ছিলেন। তাদের বেশিরভাগই এই এলাকার কারখানায় কাজ করেন। উদ্ধারকাজ শুরু করার পর আমরা আটকে পড়াদের চিৎকার শুনেছিলাম। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি আমরা।’