দুই সহপাঠী হলেন দুই বাহিনীর প্রধান

ভারতের সামরিক ইতিহাসে প্রথমবার একসঙ্গে দুই বাহিনীর প্রধান হলেন দুই সহপাঠী। তাদের একজন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী এবং অপরজন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একসঙ্গে মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলে পড়াশোনা করেছেন তারা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি রবিবার (৩০ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছেন।

১৯৭০ এর দশকের শুরুর দিকে ওই স্কুলের পঞ্চম-ক শ্রেণি থেকে একসঙ্গে পড়েন। এই দুই কর্মকর্তার রোল নম্বরও কাছাকাছি ছিল। লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর রোল নম্বর ছিল ৯৩১ এবং অ্যাডমিরাল ত্রিপাঠির ৯৩৮। স্কুলের প্রথম দিন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের বন্ধন এখনও দৃঢ়।

মজার বিষয় হচ্ছে,দুই বাহিনীতে তারা নিয়োগও পেয়েছেন একই সময়ে। দুইজন দুই বাহিনীতে থাকলেও তাদের মধ্যে সবসময়ই যোগাযোগ ছিল।

দুইজনকেই চেনেন এমন একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন নেতৃত্বের মধ্যে দৃঢ় বন্ধুত্ব বাহিনীতে কাজের সম্পর্ক জোরদার করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ভারত ভূষণ বাবু এক টুইট বার্তায় বলেছেন, মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলের অসাধারণ দুই ছাত্র ৫০ বছর পর নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেবে। এই স্কুল তাই বিরল সম্মান পাওয়ার যোগ্য।