আবারও ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে। শনিবার (২৯ জুন) সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে ১৪ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিশেষ বিচারক সুনেনা শর্মা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আদালতকে সিবিআই বলেছে, তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে কেজরিওয়ালের হেফাজতে থাকা দরকার। ১৪ দিনের জেল হেফাজত চেয়েছিল তারা।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তিন দিন আগে একই মামলায় আদালত চত্বরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাকে আদালতে হাজির করানো হয়।

আগামী ১২ জুলাই পর্যন্ত তাকে তিহাড় জেলেই থাকতে হবে। হেফাজতের মেয়াদ শেষ হলে, ওই দিন দুপুর ২টা নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও কেজরিওয়ালকে আদালতে হাজির করানো হবে।