কাশ্মিরে পরাজয় মেনে নিলেন ওমর আব্দুল্লাহ

জম্মু-কাশ্মিরভিত্তিক ন্যাশনাল কনফারেন্সের (এনসি) ভাইস-প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ লোকসভা নির্বাচনে নিজের আসনে পরাজয় মেনে নিয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা অব্যাহত থাকলেও তিনি এই ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বারামুল্লা লোকসভা আসনে ওমর আব্দুল্লাহ প্রার্থী হয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় তিনি ১ লাখ ২৫ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। এই আসনে এগিয়ে রয়েছেন কারাবন্দি এমএলএ শেখ আব্দুল রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওমর আব্দুল্লাহ লিখেছেন, আমি মনে করি এখন অনিবার্যতা মেনে নেওয়ার সময় হয়েছে। উত্তর কাশ্মিরে জয়ের জন্য প্রকৌশলী রশিদকে অভিনন্দন।

তিনি বলেছেন, ভোটাররা তাদের রায় জানিয়ে দিয়েছেন। গণতন্ত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আব্দুল্লাহ বলেছেন, আমি মনে করি না তার এই জয় কারাগার থেকে তার মুক্তি এনে দেবে কিংবা উত্তর কাশ্মিরের জনগণ যে প্রতিনিধি পাওয়ার অধিকার রয়েছে, তা তারা পাবেন। কিন্তু ভোটাররা তাদের রায় দিয়েছেন এবং গণতন্ত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।