মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত

মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (২ মে) তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি জানিয়েছেন মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেন, মনিপুর রাজ্যের সীমান্ত ক্রসিং দিয়ে অন্তত ৩৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। মোট ৭৭ জনকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে। গত বছর এই অঞ্চলে জাতিগত সংঘাতে অন্তত ২২০ জন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বীরেন বলেন, মিয়ানমারের বিদ্রোহী বাহিনী ও শাসক জান্তার মধ্যে সংঘর্ষের কারণে বিলম্ব হলেও শরণার্থীদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর আশ্রয় চেয়েছিলেন তারা।

বীরেন আরও বলেন, কোনও বৈষম্য ছাড়াই, আমরা প্রথম ধাপ সম্পন্ন করেছি। একজন ভারতীয় নাগরিককেও মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের শনাক্তের কাজ করছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর হাজার হাজার সাধারণ মানুষ ও শত শত সেনা ভারতে প্রবেশ করেন। এই ঘটনায় খুব বিচলিত হয়ে পড়ে ভারত। তাই ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। শুধু তাই না, ভিসা-মুক্ত চলাচল নীতি বন্ধ করার কথা ভাবছে ভারত।

১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি ভারত। তাছাড়া ভারতে শরণার্থীদের সুরক্ষার জন্য কোনও আইনও নেই।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরে সহিংসতার কারণ হিসেবে এই উদ্বাস্তুকে দায়ী করেছে তার সরকার।