পেট্রাপোল সীমান্তে ২৩টি স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ৪ বাংলাদেশি

বাংলাদেশ সীমান্ত থেকে ২৩টি স্বর্ণের বার, ৪টি স্বর্ণের ব্রেসলেট এবং ১টি স্বর্ণের আংটিসহ চার বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ আইসিপি পেট্রাপোলের ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা এই স্বর্ণ জব্দ করে।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, তিন কেজি ওজনের স্বর্ণসহ চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৭৪২ রুপি। গ্রেফতারকৃতদের নাম- বেলাল হোসেন, মোহাম্মদ কবির, আজম খান ও জুবিদা খানম।

বিএসএফ জওয়ানরা জানিয়েছেন, তিনটি পৃথক ঘটনায় বাংলাদেশি যাত্রীদের তল্লাশি করার সময় মেটাল ডিটেক্টরে সন্দেহজনক বস্তু শনাক্ত হয়। তারপর বিএসএফ তাদের আটক করে এবং সোনার বারগুলো উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি বাংলাদেশে। স্বর্ণের বারগুলো কলকাতায় রসিদ খান নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে তাদের বাংলাদেশ ফিরে যাওয়ার কথা ছিল।

শনিবার তাদের পেট্রাপোল থানার হাতে তুলে দেয় বিএসএফ।