ইউক্রেনে আগ্রাসন বন্ধে রাশিয়ার কাছে প্রমাণ চায় ইইউ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একতরফাভাবে ৩০ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তারা বলেছে, মস্কো চাইলে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ বন্ধ করতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় কমিশনের বৈদেশিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক প্রধান মুখপাত্র আনিতা হিপার বলেন, ‘রাশিয়ার আগ্রাসনকারী হিসেবে অতীত রেকর্ড রয়েছে। তাই প্রথমে আমাদের প্রকৃত আগ্রাসন থেমেছে কি না এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য স্পষ্ট কার্যক্রম হয়েছে কি না, তা দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন এক মাসেরও বেশি সময় আগে বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি বলেন, রাশিয়া যদি সত্যিই চায়, তবে এই যুদ্ধ যে কোনও মুহূর্তে বন্ধ করতে পারে। আমরা একটি দীর্ঘস্থায়ী, ন্যায়সঙ্গত এবং সমন্বিত শান্তির জন্য ইউক্রেনকে সমর্থন দিতে থাকব।

এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়াকে ইউক্রেনে শুধু একদিনের বিরতি নয় বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।