ইউক্রেনকে বার্লিনের মতো ভাগ করা যেতে পারে,  ট্রাম্পের দূতের প্রস্তাব

ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত জেনারেল কেইথ কেলগ প্রস্তাব দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বার্লিনের মতো ইউক্রেনকে ভাগ করা যেতে পারে। তার এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। 

কেলগ দ্য টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ব্রিটিশ ও ফরাসি সেনারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি ‘নিরাপত্তা বলয়’ গঠন করতে পারে, আর রাশিয়ার সেনারা পূর্বাঞ্চলে থাকবে। উভয় অঞ্চলের মাঝে থাকবে ইউক্রেনীয় বাহিনী ও একটি অস্ত্রমুক্ত এলাকা। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এতে স্থলবাহিনী পাঠাবে না। 

তিনি বলেন, এটাকে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বার্লিনের মতো করে সাজানো যেতে পারে, যেখানে রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের নিয়ন্ত্রণে আলাদা অঞ্চল ছিল।

কেলগের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের সরকার এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, তার দেশের কোনও অংশ ছেড়ে দেওয়া হবে না। 

গত কয়েক মাস ধরেই পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান খুঁজছে। তবে রাশিয়া এখনও যুদ্ধবিরতিতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়িয়েছে।