ইউক্রেন যুদ্ধ

রুশ সেনাদের নিঃশর্ত প্রত্যাহার ছাড়া নিষেধাজ্ঞা শিথিল হবে না: ইইউ

ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করা হলে তবেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা সংশোধন করা হতে পারে। বুধবার (২৬ মার্চ) ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইইউ দেশগুলো গত জানুয়ারির শেষ দিকে এবং এই মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে দুটি নিষেধাজ্ঞা কাঠামো আরও ছয় মাসের জন্য নবায়ন করেছে। নিষেধাজ্ঞায় কোনও পরিবর্তনের জন্য ২৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সমর্থন প্রয়োজন। 

মুখপাত্র বলেন, ইউক্রেনে রাশিয়ার অযাচিত ও অযৌক্তিক আগ্রাসন বন্ধ এবং ইউক্রেনের সমগ্র অঞ্চল থেকে রাশিয়ার সব সামরিক বাহিনীর নিঃশর্ত প্রত্যাহার নিষেধাজ্ঞা সংশোধন বা প্রত্যাহারের অন্যতম প্রধান পূর্বশর্ত।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার সাথে সমুদ্রে এবং শক্তি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করতে পৃথক চুক্তি করেছে, যেখানে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিতে সম্মত হয়েছে। 

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, কৃষি পণ্য, সার ও শিপিং কোম্পানিগুলোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে, যা কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক নিরাপত্তা চুক্তির পূর্বশর্ত হিসেবে দেওয়া হয়েছিল। 

রয়টার্সকে কূটনীতিকরা জানিয়েছেন, ক্রেমলিনের তালিকাভুক্ত বেশিরভাগ নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের সাথে সম্পর্কিত।