রাশিয়ার হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করবে না বলে জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কি। শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউরোপীয় সেনাবাহিনী গঠনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিকোরস্কি টিভিপি ওয়ার্ল্ডকে বলেন, আমাদের এই শব্দটি ব্যবহারে সতর্ক থাকা উচিত। কারণ মানুষ ভিন্ন ভিন্ন কিছু বুঝে।
তিনি বলেন, যদি আপনি এটির মাধ্যমে জাতীয় সেনাবাহিনীর একত্রীকরণ বুঝেন, তাহলে তা ঘটবে না। তবে আমি ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা গড়ে তোলার পক্ষে সমর্থক।
এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়ে বলেন, মহাদেশটি আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা নিশ্চিত হতে পারছে না এবং শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া ওয়াশিংটনের কাছ থেকে সম্মান পাবে না।
সিকোরস্কি বলেন, ইইউ বর্তমানে একটি শক্তিশালী ব্রিগেড গঠন করছে। যুক্তরাষ্ট্র যদি চায় যে আমরা প্রতিরক্ষায় এগিয়ে আসি, তাহলে আমাদের একটি জাতীয় উপাদান, ন্যাটো উপাদান থাকা উচিত, তবে আমি মনে করি ইউরোপীয় ইইউ উপাদানও থাকা উচিত। প্রতিরক্ষা শিল্পের জন্য ইইউ ভর্তুকি আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াবে, পাশাপাশি ইইউ বাহিনীও তার নামের যোগ্য হবে।
তিনি আরও বলেছেন, ইউক্রেনে পোলিশ সেনা মোতায়েন করার বিষয়টি বিবেচনায় নেই। কারণ ন্যাটোর প্রতি পোল্যান্ডের দায়িত্ব হলো পূর্ব দিক, অর্থাৎ তার নিজস্ব ভূখণ্ড রক্ষা করা।