মিত্রদের আরও ১০-১২টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অনুরোধ জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে অন্তত চারজন নিহত হওয়ার পর মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই অনুরোধ জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছিলেন, সেগুলো দেশটির আকাশকে সম্পূর্ণরূপে সুরক্ষা দেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ক্রমাগত মিত্রদের আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বলেছে ইউক্রেন। কিয়েভের বক্তৃতায় জেলেনস্কি তার হতাশার ইঙ্গিত দেন।
ইউরোপীয় পার্লামেন্টের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, ‘আমি মাঝে মাঝে বুঝতে পারি না…সবাই বুঝতে পারে যে, ইউক্রেনের জন্য অতিরিক্ত ১০-১২টি প্যাট্রিয়ট ব্যবস্থা আমাদের প্রাণ বাঁচাবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধকে অর্থহীন করে তুলবে।’
জেলেনস্কি মিত্রদেরকে আরও প্যাট্রিয়টের সরবরাহ করতে অর্থের জন্য হিমায়িত রুশ তহবিল ব্যবহারের অনুরোধ করেছিলেন।
জেলেনস্কি কোনও মুদ্রার নাম উল্লেখ না করেই বলেছিলেন, ‘দয়া করে রুশ সম্পদ থেকে অর্থ নিন- ৩০ বিলিয়ন খরচ হবে। তবে এটি আমাদের আকাশকে পুরোপুরি সুরক্ষা দেবে।’
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর জেলেনস্কি এই মন্তব্য করেছিলেন। ওই হামলায় জাপোরিঝিয়াতে চারজন নিহত এবং এক শিশুসহ আরও ২০ জন আহত হন। এছাড়া একটি প্রাইভেট ক্লিনিক ধ্বংস হয়।
তিনি বলেছিলেন, ‘আমরা বারবার একই কথা বলছি, আকাশ প্রতিরক্ষাগুলোকে জীবন বাঁচানো কাজে লাগাতে হবে। মজুদের ঘাঁটিতে ধুলো জমতে দেওয়া উচিত নয়। দয়া করে সাহায্য করুন।’