মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবার (২৮ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেছেন। ইরানে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পেসকভ জানান, রাশিয়া এই সংঘাতের সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তিনি বলেন, আমাদের তেহরানের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা ইসরায়েলি ও ফিলিস্তিনি পক্ষের সঙ্গেও কথা বলছি। রাশিয়া নিয়মিতভাবে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং উত্তেজনা কমানোর যেকোনো প্রচেষ্টাকে উৎসাহিত করছে।

পেসকভ আরও বলেন, এখনও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে সংযম প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করছে রাশিয়া। মস্কো মনে করে, এই মুহূর্তে সংঘাত বৃদ্ধি পেলে তা পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই ক্রেমলিনের পক্ষ থেকে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

ইসরায়েল-ইরান সংঘাত এবং ফিলিস্তিনি-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার এমন অবস্থান ক্রেমলিনের মধ্যপ্রাচ্য নীতির ধারাবাহিকতা প্রকাশ করছে। মস্কো সব সময় মধ্যপ্রাচ্যের যেকোনও সংঘাতে রাজনৈতিক সমাধানের পথ অনুসরণের পক্ষে। বিশেষ করে, যখন সংঘাত পারমাণবিক শক্তিধর দেশগুলোকে সরাসরি বিপদের মুখে ফেলতে পারে।

রাশিয়া কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমন এবং সংঘাত এড়ানোর লক্ষ্যে কাজ করে যাবে বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।