জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে ছুরি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গী গোষ্ঠী আইএস। শনবিার (২৪ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনসহ সর্বত্র মুসলিমদের ওপর হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গোষ্ঠীটির সংবাদমাধ্যম আমাক নিউজ অনুযায়ী, বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারী ইসলামিক স্টেট বা আইএসের সৈনিক। সে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় শহরের ৬৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫৬ ও ৬৭ বছর বয়সী দুই পুরুষ এবং ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন। আহত হন আরও আটজন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবলিক প্রসিকিউটর অফিসের সন্ত্রাস দমন বিভাগের মার্কাস ক্যাসপারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুই প্রত্যক্ষদর্শী মহিলার বর্ণনা অনুসারে তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, হামলার আগে ওই যুবককে একজন লোকের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে শুনেছে তারা।
জামার্নির সংবাদমাধ্যম বিল্ড এবং স্পিগেল নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সন্দেহভাজন নোংরা ও রক্তমাখা পোশাকে ছিল।
ক্যাসপারস আরও বলেছেন, এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য নিশ্চিত করা যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সন্ত্রাসবাদের সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।