যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন

পরাজয় মেনে নিলেন সুনাক, পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিরোধী লেবার পার্টির কিয়ার স্টারমার। দলটি সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। ইতোমধ্যে বিরোধী এই দলের ঝুলিতে তিন শতাধিক আসন রয়েছে। ফল প্রকাশের পর এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কনজারভেটিভ পার্টিকে টপকে প্রায় ১৪ বছরের রক্ষণশীল সরকারের সমাপ্তি ঘটাতে যাচ্ছে লেবার পার্টি। শুক্রবার (৫ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবারের ভোটের অনেক কেন্দ্রের ফলাফল ঘোষণা এখনও বাকি রয়েছে। বিরোধী দল লেবার পার্টি ইতোমধ্যে সংসদের ৬৫০টির মধ্যে ৩২৬টিরও বেশি আসনের জিতেছে। বুথফেরত জরিপগুলোতে দেখা গেছে, এবারের নির্বাচনে লেবার পার্টি ৪১০টির মতো আসন জিততে পারে।

এখন পর্যন্ত মাত্র ৭০টি আসন জিতেছে কনজারভেটিভ পার্টি, যা দলটির দীর্ঘ ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের ইঙ্গিত দিচ্ছে। রেকর্ড সংখ্যক কম আসন প্রাপ্তিকে দলটির প্রতি ভোটারদের অনাস্থা এবং সরকার হিসেবে তাদের ব্যর্থতার শাস্তি হিসেবে দেখছেন সমালোচকরা।

লন্ডনে আসন জয়ের পর স্টারমার বলেছিলেন, ‘আজ রাতে এখানকার এবং দেশের মানুষ তাদের ভোট দিয়ে জানান দিয়েছেন তারা পরিবর্তনের জন্য প্রস্তুত।’

এসময় তিনি আরও বলেন, ‘পরিবর্তন এখান থেকেই শুরু হয়েছে…আপনি ভোট দিয়েছেন। এখন সময় এসেছে আমাদের তার প্রতিদান দেওয়ার।’

নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন ঋষি সুনাক। স্টারমারকে জয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করার কথা জানিয়েছেন তিনি।

সুনাক তার আসন জয়ের পর বলেছিলেন, ‘সব পক্ষের শুভেচ্ছার মধ্য দিয়ে আজ ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হাত বদল করবে। এখানে অনেক কিছু শেখার ও তা প্রয়োগ করার আছে এবং আমি কঠোর পরিশ্রমী কনজারভেটিভ প্রার্থীদের ক্ষতির দায় নিচ্ছি…আমি দুঃখ প্রকাশ করছি।’

ব্রিটেনের নিয়ম অনুযায়ী, ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথগ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন সরকার।