ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হামলাকারী ১২ দিনের পুলিশি হেফাজতে

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডিরিকসেনের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় এক ব্যক্তিকে ১২ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (৮ জুন) হামলাকারীকে এই সাজা দেওয়া হয় বলে জানিয়েছে ডেনিশ পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের কেন্দ্রস্থলে একটি চত্বরে এ ঘটনা ঘটে। হামলাকারী ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন। হামলার পর ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দ্রুত  তাকে আটক করেন নিরাপত্তাকর্মীরা।

ফ্রেডরিকসেনের কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী কাঁধে আঘাত পেয়েছেন। তবে তিনি মানসিকভাবে ভীষণ মর্মাহত হয়েছেন। প্রধানমন্ত্রীর শনিবারের সমস্ত আনুষ্ঠানিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

কোপেনহেগেন পুলিশ বলেছে, অভিযুক্তের কাজটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।

পুলিশি হেফাজতের শাস্তির কারণ হিসাবে কোপেনহেগেন সিটি আদালতের বিচারক বলেছেন,অভিযুক্তের ডেনমার্কের সাথে কোন সম্পর্ক নেই। তবে তার পালানোর ঝুঁকি রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে ভোট শুরুর দুদিন আগে এই হামলার ঘটনা ঘটে।

২০১৯ সালে ডেনমার্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মিতে ফ্রেডিরিকসেন। দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী তিনি।

গত ১৫ মে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপরও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে।