বাখমুতের কাছে আন্দ্রিভকা গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুতের কাছে আন্দ্রিভকা গ্রাম দখল করেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার (২৩ মে) ডনেস্ক অঞ্চলের গ্রামটি দখলের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ বলছে, আন্দ্রিভকা ও নোভি এলাকায় তিনটি রুশ আক্রমণ প্রতিহত করছে ইউক্রেনীয় বাহিনী।

গত সেপ্টেম্বরে একটি পাল্টা আক্রমণে আন্দ্রিভকা রুশদের কাছ থেকে পুনরুদ্ধার করেছিল ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে আক্রমণ পরিচালনায় প্রধান মনোযোগ দিচ্ছে রাশিয়া।