নেদার‍ল্যান্ডসে তুর্কি দূতাবাসের সামনে কোরআন অবমাননা

এবার নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এদুইন ভেগেনসভালদ নামের ইসলামবিদ্বেষী এক ব্যক্তি হেগে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে প্রকাশ্যে কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় ক্ষোভের জন্ম দিয়েছে স্থানীয় মুসলিমদের ভেতর।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসে তুর্কি দূতাবাসের সামনে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেন (পিইজিআইডিএ) নামের ইসলামধর্মবিদ্বেষী দলটির নেতা।

এতেই ক্ষান্ত হননি তিনি, কোরআনের পাতা ছিঁড়ে পায়ের নিচে রাখেন। কেন এই কাজ করেছেন, তা জানা যায়নি। ধর্মগ্রন্থ অবমাননায় তাকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

এর আগে সুইডেন ও ডেনমার্কে প্রকাশ্যে কোরআন শরিফে আগুন দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় বয়ে যায় আরব দুনিয়ায়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ধর্ম অবমাননার বিষয়ে নিন্দা জানানো হয়।

 

 

পবিত্র কোরআন অবমাননায় জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ, তুরস্ক, ইরান ও কাতারের সরকারপ্রধান। নেতারা বলেন, কোরআন অবমাননা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যেই নেদারল্যান্ডসে এ ঘটনা ঘটলো।