ইউক্রেনের শস্য রফতানির প্রধান রুটে রুশ হামলা

ওডেসা অঞ্চলের দক্ষিণে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দানিউব নদী বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুইজন। রবিবার ভোরে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মধ্যে ২২টিকে ভূপাতিত করেছে।

ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড সোশাল মিডিয়ায় বলেছে, দানিউবের বেসামরিক অবকাঠামোতে হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

জাতিসংঘের মধ্যস্ততায় হওয়া চুক্তি জুলাই মাসে ভেস্তে গেলে ইউক্রেনের শস্য রফতানির প্রধান রুট হয়ে উঠে দানিউব। ওই চুক্তিতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি করতে পারছিল ইউক্রেন।  

কিছু ইউক্রেনীয় মিডিয়া রেনি বন্দরেও বিস্ফোরণের খবর দিয়েছে। এটি দানিয়ুবের যে দুটি প্রধান বন্দর ইউক্রেন পরিচালনা করে তার একটি। এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সও স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি।

সূত্র: রয়টার্স