আইসোলেশনের মেয়াদ কমালো স্পেন

করোনা রোগীদের আইসোলেশনের মেয়াদ কমিয়েছে স্পেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের এখন ১০ দিনের বদলে সাত জন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণের মধ্যেই এ সিদ্ধান্ত নিলো দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আঞ্চলিক স্বাস্থ্য প্রধানদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াসের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত দীর্ঘমেয়াদে আইসোলেশনের কারণে কিছু শিল্পে কর্মী সংকট দেখা দিয়েছে।

এদিকে বিশ্বজুড়ে ডেল্টা-ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেন, এই দুই ভ্যারিয়েন্টের একযোগে প্রাদুর্ভাব ‘সংক্রমণের সুনামি’ তৈরি করছে।