শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির মন্তব্যের জবাব দিলো চীন

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে আসন্ন শান্তি সম্মেলন নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার (৩ জুন) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, শান্তি আলোচনায় চীনের অবস্থান ন্যায্য ও যৌক্তিক। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রবিবার সিঙ্গাপুরে জেলেনস্কি দাবি করেছিলেন, জেনেভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে চীন। 

এই অভিযোগ প্রত্যাখ্যান করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন তৃতীয় কোনও দেশকে নিশানা করে না। শান্তি সম্মেলন আয়োজনের জন্য সুইজারল্যান্ডকে নিশানা করা হয়নি।

কিয়েভের প্রত্যাশা, এই সম্মেলন থেকে রাশিয়ার আক্রমণ অবসানে ইউক্রেনের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন অর্জিত হবে।

গত সপ্তাহে আসন্ন শান্তি সম্মেলনের সমালোচনা করে চীন বলেছিল, রাশিয়া যদি অংশগ্রহণ না করে তাহলে বেইজিংয়ের উপস্থিত হওয়া কঠিন হবে।

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের অবস্থান উন্মুক্ত ও স্বচ্ছ এবং অপর দেশকে চাপ দেওয়ার মতো কোনও ঘটনা নেই।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট দাবি করেছেন, এখন পর্যন্ত শতাধিক দেশ ও সংস্থা সম্মেলনে হাজির হতে রাজি হয়েছে।

চীনের দাবি, চলমান সংঘাতে তারা নিরপেক্ষ এবং সংলাপের মাধ্যমে শত্রুতা অবসানে উন্মুখ। তবে পশ্চিমা দেশগুলো চীনের সমালোচনা করে আসছে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য। তাদের অভিযোগ, আগ্রাসী যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে।