ভয় দেখিয়ে সহস্রাধিক মুরগি মেরে ৬ মাসের কারাদণ্ড

‘ঝি কে মেরে বৌকে শেখানো’ বাংলা ভাষার প্রচলিত একটি প্রবাদ। এরকম আরেকটি প্রবাদ প্রচলিত আছে চীনেও। প্রবাদটি হলো, ‘মুরগি মেরে বানরকে ভয় দেখানো’। অর্থগত দিক থেকে প্রবাদ দুটি একই। অর্থাৎ অপেক্ষাকৃত কম ক্ষমতাধর শত্রুকে শাস্তি দিয়ে বড় শত্রুকে ভয় দেখানো।

এই কৌশলে সব সময় যে কাজ হয় এমনটি বলা যায় না। বাস্তবে এমনটি করলে কী ঘটতে পারে, তা জানতে পেরেছেন চীনের এক ব্যক্তি।

চীনে সত্যি সত্যি ভয় দেখিয়ে মেরে ফেলার ঘটনা সামনে এসেছে। তবে বানরকে ভয় দেখাতে নয়, প্রতিবেশীকে জব্দ করতে তাদের হাজারের বেশি মুরগিকে ভয় দেখাতে গিয়ে মেরে ফেলেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশে।

মুরগি মারা এই ব্যক্তির পুরো নাম প্রকাশ করা হয়নি চীনা সংবাদমাধ্যমে। ২০২২ সালের এপ্রিলে অনুমতি না নিয়ে প্রতিবেশী ঝং কয়েকটি গাছ কেটে ফেলে দেন। বিবাদের শুরুটা এখান থেকেই।

প্রতিবেশীর এমন আচরণের প্রতিশোধ নিতে গভীর রাতে ঝংয়ের মুরগির খামারে ঢুকে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভয় দেখান ওই ব্যক্তি। ফ্ল্যাশলাইটের সেই আলোতে ভয় পেয়ে তখন প্রায় ৫০০ মুরগি মারা যায়। এই ঘটনার কারণে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবেশী ঝংকে ৪৩৬ ডলার ক্ষতিপূরণ দিতে হয় তার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৮৩৪ টাকা।  

তবে এতে ক্ষান্ত হননি ওই ব্যক্তি। আবারও ঝং এর খামারে ঢুকে মুরগিদের ভয় দেখান তিনি। এবারে মারা যায় প্রায় ৬৪০ মুরগি। দুই ঘটনায় ১ হাজার ১৪০ মুরগি মারা যায়। এতে প্রতিবেশী ঝংয়ের ক্ষতি হয় প্রায় ২ লাখ টাকা।

বারবার একই ধরনের আচরণের জন্য তার বিরুদ্ধে মামলা করেন ঝং। মঙ্গলবার স্থানীয় আদালত তাকে এক বছরের প্রবেশনসহ ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়।

সূত্র: সিএনএন