চীনে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে চীনে। উত্তরপূর্বাঞ্চলে প্রতিদিন নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লড়াই করতে হচ্ছে দেশটির সরকারকে। গত ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এক হাজার ৩০৮ জন ডেল্টায় শনাক্ত হয়েছেন। 

চীনে এই প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে। যা গত গ্রীষ্মে স্থানীয়ভাবে ছড়ানো ডেল্টার সংক্রমণের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনের ২১টি প্রদেশ, অঞ্চল এবং পৌরসভায় ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের সংখ্যা অনেক কম হলেও কোভিড শূন্যের কোটায় নামিয়ে আনতে চীনের সরকারের নেওয়া পদক্ষেপে ধাক্কা খেল। তবে পরিস্থিতি মোকাবিলায় চেষ্টার কমিতে নেই সরকারের। 

উত্তরপূর্বাঞ্চলীয় শহর ডালিয়ান শহরে করোনোর বিস্তার রোধে লকডাউনে রয়েছে। শনিবার এক ব্রিফিং এ জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশনের কার্যলয়। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর ছড়িয়ে পড়ে বিশ্বে। এ পর্যন্ত  ৫১ লাখেরও বেশি মানুষ কোভিডে মারা গেছেন।