জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা অবিলম্বে স্থগিত করেছে। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ এপ্রিল থেকে সব পাকিস্তানি নাগরিকের ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। এ ছাড়া ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে। ২৭ এপ্রিল ২০২৫ থেকে ভারত থেকে ইস্যু করা সব বৈধ ভিসা বাতিল করা হলো। পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে সংশোধিত ভিসা মেয়াদের মধ্যে দেশ ছাড়তে হবে।
একইসঙ্গে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে।