ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারতকে সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ হামলাকে তিনি ‘নৃশংস অপরাধ’ আখ্যা দিয়ে বলেছেন, এর কোনও ন্যায্যতা থাকতে পারে না।
মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় পুতিন লিখেছেন, আমরা আশা করি, হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে।
কাশ্মীরের পাহেলগামে এই হামলায় নিহতদের বেশিরভাগই ছিলেন দেশি-বিদেশি পর্যটক। আহত হয়েছেন আরও অনেকে।
পুতিন আরও বলেন, সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সূত্র: এনডিটিভি