‘ভেলপুরি খাচ্ছিলাম, এমন সময় সন্ত্রাসীরা স্বামীকে গুলি করলো’

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটন স্পট পাহলগামে সন্ত্রাসী হামলায় বেঁচে যাওয়া এক নারী বলেছেন, আমরা শুধু ভেলপুরি খাচ্ছিলাম... এমন সময় সন্ত্রাসীরা আমার স্বামীকে গুলি করলো।

মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী নিহত হয়েছেন। এ হামলায় অন্তত ২৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। 

হামলায় বেঁচে যাওয়া ওই নারী বলেন, সন্ত্রাসী বললো, আমার স্বামী মুসলমান নন। এরপরই তাকে গুলি করে। কথাগুলো বলার সময়ও তিনি শোক ও আতঙ্কে কাঁপছিলেন।

ঘটনাস্থলের আরেকটি ভিডিওতে দেখা গেছে, এক নারী অঝোরে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন করছেন। বারবার কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন, ‘দয়া করে আমার স্বামীকে বাঁচান’। পাশেই রক্তাক্ত অবস্থায় দুজন পুরুষকে পড়ে থাকতে দেখা যায়।

আরেকটি ক্লিপে দেখা গেছে, এক নারী গুরুতর আহত এক ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করছেন। তাগাদা দিয়ে তিনি বলছিলেন, স্যার, দয়া করে, দয়া করে সাহায্য পাঠান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক বছরে পাহলগামে এমন হামলা খুবই বিরল। পর্যটন মৌসুমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

সূত্র: ইন্ডিয়া টুডে