জেলেনস্কির অভিযোগ খারিজ করলো চীন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ খারিজ করে দিয়েছে চীন। জেলেনস্কি দাবি করেছিলেন, রাশিয়াকে অস্ত্র ও গানপাউডার সরবরাহ করছে চীন। শুক্রবার (১৮ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন,  ইউক্রেন সংকটে কোনও পক্ষকে আমরা কখনোই প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করিনি। ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট। আমরা যুদ্ধবিরতি ও সংঘাত অবসানে সক্রিয়ভাবে কাজ করছি এবং শান্তি আলোচনাকে উৎসাহিত করছি।

তিনি আরও বলেন, চীন ভিত্তিহীন অভিযোগ ও রাজনৈতিক কারসাজির বিরোধিতা করে। ইউক্রেন নিজেই প্রকাশ্যে বলেছে, রাশিয়ার আমদানিকৃত অস্ত্রের বেশিরভাগ যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ থেকে আসে। 

জেলেনস্কি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, চীন রাশিয়াকে অস্ত্র ও গানপাউডার সরবরাহ করছে। এমনকি রাশিয়ার ভূখণ্ডেই অস্ত্র উৎপাদন করছে চীন। তবে চীন এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছর ধরে চীন মস্কোর সঙ্গে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। তবে যুদ্ধে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে বেইজিং। চীন বারবার নিজেকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। 

ইউক্রেন যুদ্ধে চীনের ভূমিকা নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা দীর্ঘদিনের। তবে চীন দাবি করে আসছে, তারা সংঘাত নিরসনে মধ্যস্থতার ভূমিকা পালন করতে আগ্রহী। গত বছর চীন ইউক্রেন যুদ্ধবিরতির জন্য একটি শান্তি প্রস্তাবও পেশ করেছিল।