বিশ্ব বাণিজ্যযুদ্ধে নতুন মাত্রা

মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্কারোপ করে চীনের পাল্টা জবাব 

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ করার ঘোষণা দিয়েছে চীন। আগে এই শুল্ক ছিল ৩৪ শতাংশ। বুধবার চীনের অর্থমন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যযুদ্ধে নতুন মাত্রা যোগ হলো। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী চীনের পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হয়। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাল্টা শুল্ক ঘোষণার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্পের এই শুল্ক বিশ্ব বাণিজ্যের বহু দশকের চিরাচরিত নিয়মকে উল্টে দিয়েছে। এতে মন্দার আশঙ্কা তৈরি হয়েছে এবং বড় কোম্পানিগুলোর বাজার মূল্য লক্ষ কোটি ডলার কমে গেছে। 

চীনের অর্থমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো ভুলের ওপর ভুল। এটি চীনের বৈধ অধিকার লঙ্ঘন করেছে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

এছাড়া চীন ১৮টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যাদের বেশির ভাগ প্রতিরক্ষা খাতের। এর আগে ট্রাম্পের শুল্কের জবাবে ৬০টির মতো যুক্তরাষ্ট্রের কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীনের এই শুল্ক বাড়ানো আসলে তাদের জন্য ক্ষতিকর। তিনি ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেন, চীন আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বড় অপরাধী। তারা আলোচনায় আসতে চাইছে না।

বিশ্ব বাজারে এরই মধ্যে সংকটকালীন অস্থিরতা দেখা দিয়েছে। শেয়ারবাজার থেকে লাখ কোটি ডলার কমে গেছে। পাশাপাশি ভোক্তা ও উদীয়মান বাজারগুলোও ধসে পড়েছে। 

নোমুরার প্রধান চীন অর্থনীতিবিদ টিং লু বলেন, যুক্তরাষ্ট্র ও চীন এক নজিরবিহীন ও ব্যয়বহুল লড়াইয়ে জড়িয়ে পড়েছে। উভয় পক্ষই পিছু হটতে নারাজ। 

এর আগে গত সপ্তাহে চীনের পাল্টা শুল্কের জবাবে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে শুল্ক ৫৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০৪ শতাংশ করে। 

চীন বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য উদ্বৃত্ত অনিবার্য। তারা সতর্ক করে দিয়ে বলেছে, ট্রাম্প যদি চীনের পণ্যে শুল্ক বাড়াতে থাকেন, তাহলে লড়াই চালিয়ে যাওয়ার ‘সিদ্ধান্ত ও উপায়’ তাদের আছে। 

ট্রাম্প বুধবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, এটাই আপনাদের কোম্পানি যুক্তরাষ্ট্রে স্থানান্তরের সেরা সময়। শূন্য শতাংশ শুল্ক এবং প্রায় তাৎক্ষণিক বিদ্যুৎ ও জ্বালানি সংযোগের সুবিধা পাবেন।

ইউরোপীয় ইউনিয়নও বুধবার যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক কার্যকর করতে যাচ্ছে। রয়টার্সের প্রত্যক্ষ করা একটি নথি, মোটরসাইকেল, পোল্ট্রি, ফল, কাঠ, পোশাক থেকে ডেন্টাল ফ্লস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে বাড়তি শুল্ক আরোপ করতে যাচ্ছে ইইউ।