মার্কিন অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সর্বশেষ হামলার জবাব দেবে রাশিয়া

মার্কিন তৈরি দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে ইউক্রেনের করা সর্বশেষ হামলার কড়া প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়া বলেছে, আজভ সাগরের একটি সামরিক বিমানঘাঁটিতে বুধবার ছয়টি মার্কিন তৈরি এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। এটি এমন একটি পদক্ষেপ যা মস্কোকে ইউক্রেনে আরও একটি পরীক্ষামূলক মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্ররোচিত করতে পারে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘পশ্চিমা দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা করার উত্তর দেওয়া হবে না, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ তবে রাশিয়া ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা স্পষ্ট নয়।

পেসকভ বলেছেন, ‘আমি গতকাল রুশ ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একেবারে দ্ব্যর্থহীন ও সরাসরি বিবৃতিটি স্মরণ করতে চাই, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, একটি প্রতিক্রিয়া অবশ্যই দেখানো হবে।’

পেসকভ বলেন, ‘প্রতিক্রিয়াটি যথাযথ বলে মনে হবে। তবে এটি অবশ্যই দেখানো হবে।’

২১ নভেম্বর ইউক্রেনে ‘ওরেশনিক’ বা হ্যাজেল ট্রি নামে পরিচিত একটি নতুন মধ্যপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে ইউক্রেনের চালানো হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছিলেন।

বুধবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘রাশিয়া আগামী দিনে ইউক্রেনের ওপর আরও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। তবে ওরেশনিক অস্ত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করে না ওয়াশিংটন।