বিজয় দিবসে কলকাতায় মুক্তিযোদ্ধাদের আসা নিয়ে সংশয়

বিজয় দিবসে আদৌও বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাদের পরিজন ও সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন কিনা, সেটি নির্দিষ্ট করে জানাতে পারলেন না কলকাতার ফোর্ট উইলিয়ামের ভারতীয় সেনাকর্তারা। শুক্রবার (৬ ডিসেম্বর) সাংবাদিক বৈঠকে ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল অব জেনারেল স্টাফ মোহিত শেঠ শুধু একটাই শব্দ বললেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

প্রতিবছর বাংলাদেশ থেকে বহু মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও বর্তমান সেনা কর্তারা উপস্থিত থাকেন। দুই দেশের সেনা, সেনা কর্তাদের উপস্থিতিতে অন্য মাত্রা নেয় বিজয় দিবসের অনুষ্ঠান। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সাম্প্রতিককালের অম্ল-মধুর সম্পর্ক সেই ছন্দের তাল কাটতে চলছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। 

ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এ ব্যাপারে কোনও সবুজ সংকেত আসেনি। এমনকি বাংলাদেশ সরকারের তরফেও কোনও উত্তর আসেনি। তাই সেনা কর্তারা প্রায় নিশ্চিত এবার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আসবেন না বিজয় দিবসে।

বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান এবার ৫৩তম বর্ষে পা দিচ্ছে। প্রতি বছরই দেখা যায় অন্তত ৩-৪দিন ধরে বিজয় দিবস উদযাপন হয়। কিন্তু, চলতি বর্ষে শুধু ১৬ ডিসেম্বর যাবতীয় অনুষ্ঠান শুরু ও শেষ হবে বলে জানা গেছে।