তামিলনাড়ুর মন্ত্রী থিরু পোন্মুদি একটি ঘূর্ণিঝড়-আক্রান্ত এলাকায় পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা তার ওপর কাদামাটি ছোড়েন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিজেপি নেতা কে আন্নামালাই এক্স (পূর্বের টুইটার)-এ এই ঘটনার ভিডিও পোস্ট করে মন্তব্য করেছেন, তামিলনাড়ুতে বর্তমান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের অসন্তোষ ফুটে উঠছে।
ভিডিওর ক্যাপশনে আন্নামালাই উল্লেখ করেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী চেন্নাইয়ের রাস্তায় ছবি তোলায় ব্যস্ত ছিলেন, যখন শহরটিতে খুব সামান্য বৃষ্টি হয়েছে। অথচ চেন্নাইয়ের বাইরের ঘটনার দিকে নজর দেওয়ার সময় তারা পাননি।
তিনি আরও লিখেছেন, আজ জনসাধারণের ক্ষোভ তীব্র হয়ে উঠলো যখন দুর্নীতিগ্রস্ত ডিএমকে মন্ত্রী থিরু পোন্মুদি বন্যা-আক্রান্ত এলাকা পরিদর্শনে যান এবং তার দিকে কাদামাটি ছোড়া হয়। এটি ডিএমকের প্রতি একটি নরম সতর্কবার্তা যে কী ঘটতে চলেছে।
ঘূর্ণিঝড় ও বন্যার ফলে তামিলনাড়ুর বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের বিপর্যয় মোকাবিলায় যথাযথ প্রস্তুতির অভাব নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।
This is the current state of affairs in Tamil Nadu. The CM and the Deputy Chief Minister were busy taking photos in the streets of Chennai while the city received very little rain and did not bother to keep track of the happenings beyond Chennai. The DIPR behaves like the media… pic.twitter.com/DvZN3UT1f0
— K.Annamalai (@annamalai_k) December 3, 2024