পাকিস্তানে মানবাধিকার আইনজীবী ও তার স্বামী গ্রেফতার

পাকিস্তানের মানবাধিকার আইনজীবী ইমান জাইনাব মাযারি-হাজির ও তার স্বামী হাদি আলীকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) পুলিশ জানিয়েছে, ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় রাষ্ট্রীয় দায়িত্বে হস্তক্ষেপ করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করার জন্য আবপাড়া থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, আইনি পদক্ষেপ মেনেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  

এক্সে দেওয়া পোস্টে ইমান জাইনাবের মা সাবেক মানবাধিকারমন্ত্রী শিরীন মাযারি বলেছেন, ‘তার মেয়েকে সকালে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদ পূর্ণমাত্রায় চলছে।’

তিনি অভিযোগ করেছেন, শুক্রবার ইসলামাবাদ পুলিশ ইচ্ছাকৃতভাবে একটি লোহার ব্যারিয়ার তার মেয়ের দিকে সরিয়েছিল যা ‘আক্রমণের’ সমান। এতে তার মেয়ে আহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ইমান এবং তার স্বামী ট্রাফিক চলাচলের জন্য রাস্তা থেকে ব্যারিয়ার সরাচ্ছেন।

ট্রাফিক কনস্টেবল এবং একটি জ্যাকেট পরিহিত একজন ব্যক্তিকে ব্যারিয়ারগুলো আবার সেই স্থানে স্থাপন করতে দেখা যায়। এক পর্যায়ে জ্যাকেট পরিহিত ব্যক্তি ব্যারিয়ারটি ইমানের দিকে ঠেলে দেন, যার ফলে আলী ওই ব্যক্তিকে ধাক্কা দেন।

এর আগে গত বছরের আগস্টে একটি সমাবেশে বক্তৃতার জন্য রাষ্ট্রদ্রোহ মামলায় ইসলামাবাদ পুলিশ ইমানকে সাবেক সংসদ সদস্য আলী ওয়াজিরের সঙ্গে গ্রেফতার করেছিল। ওই মামলায় সপ্তাহখানেকের মধ্যেই জামিন পান তিনি। এরপর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে সন্ত্রাসবাদের মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয়।